নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গল ফিল্ম এন্ড টেলিভিশন চেম্বার অফ কমার্স এর মেম্বার পরিচালক ও প্রোডিউসার স্বর্ণদীপ সূত্রধরের প্রোডাকশন রুটস্ মোশন পিকচার্স এর থেকে রিলিস হচ্ছে এই মহিষাসুর মর্দিনী মহালয়ার দিন ভোর বেলায়। এখানে চরিত্রে পাঠ করছেন দুর্গায় মহুয়া দাস, মহিষাসুরে সুদীপ্ত দাস, মহাদেব শিব এর চরিত্রে ও স্ক্রীনপ্লেতে অঞ্জন নাথ, ইন্দ্রের চরিত্রে অরিজিৎ ব্যানার্জী, নর্তকীর চরিত্রে ঈশিতা, এছাড়াও মৌমিতা পাল, রূপসা পাল ছাড়াও অনেকে। টেকনিকাল ফিল্ডে আছেন কোরিওগ্রাফার মৌমিতা মন্ডল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পার্থ প্রতিম দাস ও গোপাল ঘোষ, ডিরেক্টর অফ ফোটোগ্রাফিতে পার্থ প্রতিম দাস, এবং এডিটরে জয় অধিকারী।
সাধারণত সব থিয়েটার ও বেশ কিছু নতুন মুখের সন্ধানে ছিলেন তারই মধ্যে তার মাথায় আসে মহালয়ার প্রাক্কালে মহিষাসুর মর্দিনীর অনুষ্ঠানের, প্রায় কাস্ট এন্ড ক্রিউ এর ৪০ থেকে ৪৫ জনের টিম তার, তারা সবাই মিলেই করছেন এই কাজ। এর আগে ঋতুপর্ণ ঘোষের শরণার্থে রিতু রঙ্গম আন্তর্জাতিক চলচিত্র উৎসবে এপ্রিসিয়েশন পাওয়ার পর মিস্টার এন্ড মিসেস পারফেকশনিস্ট ফ্যাশন শো এর পর এক্কেবারে একদম মাইথোলজির উপর কাজ তাদের।
মহালয়ার দিন ভোর বেলায় নানান সংবাদমাধ্যম থেকে শুরু করে টেলিভিশন চ্যানেল এ মুক্তি পাবে তাদের এই মহিষাসুর মর্দিনী।
আজ শুভ মহরত হলো রুটস্ মোশন পিকচার্স এর মহিষাসুর মর্দিনীর
