শুনলে অবাক হবেন পাবজি ঘিরে তৈরী হয়েছে হাজার হাজার প্রশ্ন।আর সেই গেম ২০১৮ সালে আয় করেছে মোট ৯২০ মিলিয়ান ডলার অর্থাৎ প্রায় পৌনে আট হাজার কোটি টাকা। এর মধ্যে শুধু কম্পিউটার ভার্শন থেকে পাবজি আয় করেছে ৭৯০ মিলিয়ন ডলার। মানে মোট আয়ের ৮১.৫% এসেছে কম্পিউটার থেকে। মোবাইল ভার্সন থেকে এসেছে ৬৫ মিলিয়ন ডলার।
এক মাসের মধ্যে ৫০ মিলিয়ন ইউজার হয়েছে এই গেমের। আয়ের ৫৩% আসে এশিয়ার প্লেয়ারদের থেকে, আর এখানে পাবজির জনপ্রিয়তা আকাশ ছোঁয়া।