সৌভিক ভট্টাচার্য্য, ২৪ পরগনা : সাগরদ্বীপে হাওড়ার ডুমুর জেলার আদলে নতুন হেলিপ্যাড তৈরির কাজ শুরু হলো। জানা যায়, বিগত দিনে একই নদীর চর এর উপরে বাম সরকার একটি হেলিপ্যাড তৈরি করেছিল। সেই হেলিপ্যাডে না ছিল কোনো পরিকল্পনা না ছিল স্থায়ী ব্যবস্থা। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন, সাগর মেলার সময় সাগরে স্থায়ী হেলিপ্যাড তৈরির। সেই মত সাগরের চার একরের বেশি জায়গাতে উন্নত প্রথায় হেলিপ্যাড তৈরি করা হচ্ছে। হেলিপ্যাডে চতুর্দিকে সৌন্দর্যায়ন করার জন্য এবং জলের ব্যবস্থা ঠিকঠাক রাখার জন্য খাল কেটে দেয়া হচ্ছে। সেই খালে সব সময় জল থাকবে। সেখান থেকে ফায়ার ব্রিগেড বা দমকল জল নিয়ে ব্যবহার করতে পারবে বলে জানা যায়। সাগরের বিধায়ক এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বঙ্কিম হাজরা বলেন, মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি উনার কথা রেখেছেন। এই হেলিপ্যাড তৈরি হলে সপ্তাহে দুদিন এখান থেকে হেলিকপ্টার চলাচল করবে, যার ফলে সাগরদ্বীপে আসা পর্যটকরা অল্প সময়ের মধ্যে যাতায়াত করতে পারবে।
স্থায়ী হেলিপ্যাড-এর কাজ শুরু সাগরদ্বীপে
