• ধারাবাহিক সেট গুলিতে দিয়ে দেখা যায়, দিনের বেশিরভাগ সময়টা কাটে সেটেই।রানিরাষ্মনি দেবী চৌধুরানী সিরাজের মতো চরিত্রদের।মেকআপ, সংলাপ মুখস্থ, শুটিং… এ সবের মাজে টুকরো অবসর, যা জুড়ে থাকে নিজেদের অস্তিত্ব।ধারাবাহিকের সেটেই দিনের বেশির ভাগ1সময় তারা কাজও কাজের পরে কেউ ক্রিকেটে খেলে কেউ ইয়কার ছুরছেন এ ভাবেই বেশ মজা করেই দিন কাটান তারা ।ধারাবাহিকের শিডিউল ইমারজেন্সি ছাড়া ছুটি মেলেনা কারও।এদের বেশির ভাগেরই পরিবারের পরে থাকে কয়েক স্টেশন দুরে। সেখান থেকে সারাদিনের অক্সিজেন যোগায় তাদের অবসর টাইম টুকু ।সেই সময় কি করেন তারা?
• সেটের মাঠে
• সিরাজের সঙ্গে দেবী চৌধুরানী ব্যাডমিন্টন খেলছেন বা বিজয়নির কেকাকে ইযাকার ছুড়ছেন ।কে আপন কে পর এর জবা ,জবা অর্থাৎ পল্লবী জানালেন ,এখানে পাশাপাশি অনেক সেট।তারা প্রতিইবাসীদের মতোই বিকালে বা দুপুরে টাইম পেলেই তারা বাড়িয়ে পরে ঘুরতে ,বেড়িয়ে সেট ঘুরে আসে।আবার সবাই মিলে একসাথে বসে ল্যাপটপএ মুভি দেখেন।এই দৃশ্যই স্বাভাবিক সিরিয়ালের সেটে বলে জানান জবা।
• লক্ষি লাভে সরস্বতী সহায়
• ছোটো পর্দার অনেকেই এরই মাঝে স্কুল কলেজের মাঝে পা রাখছেন।কষ্ট করে কাজের ফাঁকেই পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন তারা।খনার বচনের ঐন্দ্রিলা সাহার এ বছর ক্লাস ১১ .কাজের মাঝেই সময় পেলে একটু পরাশুনা তো করতেই হয় তাদের ।সামনে পরীক্ষা বলে হেল্প করছে সবাই বলে জানান ঐন্দ্রিলা।
• পর্দার সিরাজ অর্থাৎ শন বন্দ্যোপাধ্যায় পড়াশোনার বাঁধবাধকতা না থাকলেও তিনি শখে বই পড়েন।বইতার সব সময়ের সঙ্গী ।সেটের মাঝে সুযোগে পেলেই বই পড়েন,ফিকশন তার পছন্দের বললেন শন ।বইয়ের সাথে থাকে স্কেচ বুক ।আঁকিবুকি কাটেন অবসরে।
• এ রাজ্যে ঘুম ও হানা দেয়
• বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায় ।পরের দিন কল টাইম থাকলে তাকে বাড়ি থেকে বাড়াতে হয় ৬টা নাগাদ।আবার বাড়ি ফিরতে ফিরতে রাত ১১ টা ১২ টা বেজে যায় ।এদিকে দেবী চৌধুরানী সেটে সোনামুনি সাহার দিনের প্রায় অধিকাংশ সময়ই বাড়ির বাইরে কাটে যায়।তাই সেটে শুটিং এর মাঝে একটু সময় পেলেই ঘুমিয়ে নিই।
• দ্বিতীয় পরিবার
• পরিবার ও বন্ধুদের মাঝে যত না দেখা হয় বেশি সময় কাটে সহকর্মীদের সাথে পল্লবীর মতে ,আমরা এখানে একটা পরিবারের মতো ।এখানেই পুরো দিন আমাদের কেটে যায় ।শটের মাঝেই মেকআপ রুমে ল্যাপটপে সকলে মিলে মুভি দেখে আড্ডা মারে ।
• জয়ী ধারীবাহিকের দেবাদৃতা বসুর ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম।ধারাবাহিকের যা নন্দাই তার বন্ধু।শুটিং এর ফাঁকে তাদের সাথেই সময় কেটে যায় জানালেন অভিনেত্রী।
• দিনের শেষে কাজ অবসর গুটিয়ে যখন অভিনেত্রীরা পা বাড়ান ফিরতি পথে, তখনও তাদের অর্ধেক জীবন বাঁচে থাকে সেট চত্বরেই।
সেটে তারকাদের লাইফ
