
নিজস্ব সংবাদদাতা, মুম্বাই: শিল্ড জয়ের শতবর্ষে ২০১১ সালে শিবদাস ভাদুড়ি, বিজয়দাস ভাদুড়ি, রেভারেন্ড সুধীর চট্টোপাধ্যায়, অভিলাষ ঘোষদের এই গৌরব গাথাকে নিয়ে তৈরি হয়েছিল “এগারো”। সুজিত সরকার এই ছবির পরিচালক! যাঁর ফুটবলের প্রতি প্যাশন রয়েছে।এ বার সেই ছবি করতে চলেছেন জন আব্রাহাম। ১৯১১ সালে খালি পায়ে বাংলার এক ক্লাব মোহনবাগান ব্রিটিশ ক্লাব ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়েছিল। এটা নিয়ে ছবিও হয়েছে। এই ঘটনা আমার মনে আলাদা জায়গা করে নিয়েছে। আমার হৃদয় ছুঁয়ে গেছে। তাই আমি এটা নিয়ে ছবি করব। আমি চাই এরকম এক লড়াই, সাফল্যের কাহিনী সবার সামনে তুলে ধরতে।”কোন চরিত্রে অভিনয় করতে চান জন? উত্তরে তিনি বলেন,”মোহনবাগান দলের অধিনায়ক শিবদাস ভাদুড়ি-র চরিত্রেই অভিনয় করতে চাই। অবশ্য অভিলাষ ঘোষের চরিত্রও খুব গুরুত্বপূর্ণ।এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে এসে এমনটাই জানিয়েছেন জন। তিনি বলেন, “আমি রিয়ালিটি নিয়ে কাজ করতে চাই। ” অবশ্য কোন পরিচালক এই ছবি পরিচালনা করতে চলেছেন সেটা নিয়ে মুখ খোলেননি জন। তবে ফুটবলের প্রতি জন আব্রাহামের প্যাশন নতুন করে আর বলার অপেক্ষা রাখে না।
