পাপাই সরকার, পূর্ব বর্ধমান : গোটা রাজ্য জুড়ে দিদিকে বলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষের মধ্যে প্রচার এর মাধ্যমে জনসংযোগ শুরু হয়েছে। জেলায় জেলায় ব্লকে ব্লকে চলছে প্রচার। তেমনি শুক্রবার সকাল সকাল পূর্ব বর্ধমানের কালনা ধাত্রী গ্রামের নান্দাই পঞ্চায়েত এলাকায় দিদিকে বল প্রচারের মাধ্যমে জনসংযোগ করলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ। এই দিদিকে বল জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ, নান্দাই গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমুর ঘোষ ও অন্যান্য নেতৃবৃন্দ এবং তৃণমূল কর্মী সমর্থক। আজকের এই দিদিকে বল জনসংযোগেয মন্ত্রী স্বপন দেবনাথ বাড়ি বাড়ি গেলেন এবং মানুষের অভিযোগের কথা শুনলেন। মুখ্যমন্ত্রীর দেওয়া কার্ড মানুষের হাতে তুলে দিলেন, তারা যাতে মুখ্যমন্ত্রী কে সরাসরি তাদের অভিযোগের কথা জানাতে পারেন।
‘দিদিকে বল’-র মাধ্যমে মানুষের মধ্যে জনসংযোগ শুরু
