রূপ চর্চায় গোলাপ জল বহু যুগ যুগ ধরে ব্যাবহার হয়ে আসছে।কিন্তু বর্তমানে সব জিনিসের মতো বাজারে চলতি গলাপ জলেও মিশে গেছে ভেজাল। নামি দামি ব্রান্ডের প্রোডাক্টেও মিশে আছে নানান রকম ক্ষতিকারক উপাদান। তাই ওসবের ওপর ভরসা না করে নিজেই বাড়িতে তৈরি করুন গোলাপ জল। প্রথমে একদিনের শুকনো গোলাপের পাঁপড়ি নিয়ে ভালো করে ধুঁয়ে পরিষ্কার করেনিন। তারপর একটি পরিষ্কার পাত্রে রাখুন। পাঁপড়ি গুলো যাতে পুরো ডুবে যায় এমন পরিমাণ ডিস্টিলড ওয়াটার মেশান।পাত্রটি ঢাকা দিয়ে তিরিশ মিনিট লো ফ্লেম ফোটান। পাঁপড়ির রং হালকা হয়ে গেলে গ্যাস বন্ধ করেদিন।জলটি ঠান্ডা হয়ে গেলে চেকে বোতলে ভরে নিন।
এবার নিজেই বানান গোলাপ জল
